বিভিন্ন রোগ নিরাময়কারী হিসেবে বহুকাল থেকেই দুধের সাথে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন
চলে আসছে । মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট,অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল
উপাদান । দুধেরে মধ্যে রয়েছে ভিটামি এ,বি,ডি । রয়েছে ক্যালসিয়াম ,প্রণিজ প্রোটিন ও
ল্যাকটিক অ্যাসিড । দুধ ও মধু যখন এক সঙ্গে মেশানো হয় এটি আরো স্বস্থকর হয়ে ওঠে । আসুন
জেনে নেয়া যাক দুধের সাথে মুধু মিশিয়ে খাওয়ার ৮টি উপকারীতার কথা ।
চলুন দেখে আসি ভিডিওর মাধ্যমে মধু এবং দুধ একসাথে খেলে কিভাবে কি হয় ।
১.
মানসিক চাপ কমায় :
গরম
দুধ ও মধু একসঙ্গে খেলে স্নায়োর ওপর ভালো প্রভাব ফেলে । এটি মানসিক চাপ কমাতে সাহায্য
করে । মানসিক চাপ বেশি থাকলে দিনে দু-বার এই মিশ্রণ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা
।
২.ফ্রেস
ঘুম হতে সহায়তা করে :
`y‡ai g‡a¨ gay
wgwk‡q Ny‡gi GKN›Uv Av‡M †L‡j GwU gw¯Í‡®‹i Ici fv‡jv cÖfve †d‡j , gay gw¯Í®‹‡K
wk_j K‡i d‡j GKUv †d«k fv‡jv Nyg nq |
৩.হজমের
সহায়তা করে :
পেট
ফোলা ভাব বা হজমের সমস্যা হলে গরম দুধ ও মধুর মিশ্রণ খেয়ে দেখতে পারেন । এটি পাকস্থরী
থেকে গ্যাস বের করে দিতে সাহায্য করে এবং পেট ব্যাথা কমায়
৪.হাড়ের
জন্য ভালো :
দুধের
মধ্যে রয়েছে ক্যালসিয়াম আর মধুর মধ্যে রয়েছে রোগ নিরাময়কারী উপাদান । তাই দুধ ও মধুর
মিশ্রণ হাড়ের জন্যও ভালো এটি হাড়কে শুক্তিশালী করে এবং হাড়ের ক্ষয় রোধে সাহায্য করে
।
৫.শক্তির বাড়ায় :
সকাল
বেলা গরম দুধের মধ্যে মধু মিশিয়ে খেলে কর্মক্ষমতা বাড়ায় । এবং সারাদিন শরীরের শক্তি
জোগাতে সাহায্য করে ।
৬.পাকস্থলীর
সংক্রমণের সঙ্গে লড়াই করে :
মধুর
মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাকস্থলীর সংক্রমণের
সঙ্গে লড়াই করে । তাই পাকস্থলী ভালো থাকে ।
৭.তারুণ্য
ধরে রাখে ;
মধু
ও দুধের মিশ্রণ খাওয়া বার্ধক্যের আগমনকে ধীর করে । তারুণ্য ধরে রাখার জন্য এই শতবর্ষ
ব্যবহৃত হয়ে আসছে ।
৮.মনোযোগ
বাড়ায় :
মধু
মস্তিষ্কে ভালো প্রভাব ফেলে আর দুধ মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে সাহায্য করে ।দুধ ও মধুর
মিশ্রণটি মনোযোগ বাড়াতে সাহায্য করে । চলুন দেখে আসি ভিডিওর মাধ্যমে মধু এবং দুধ একসাথে খেলে কিভাবে কি হয় ।
Comments
Post a Comment